আহমদ ইবনে মজিদঃ নতুন দিগন্তের কারিগর

থ্রী ইডিয়টস দেখেছেন? কলেজের প্রথম দিন, ভাইরাস (ডিরেক্টর) ইনাগুরেটিং লেকচারে বলছিলেন, কেউ দ্বিতীয় স্থানধারীকে মনে রাখে না, সবাই প্রথমকেই মনে রাখে! তার এই দৃষ্টিভঙ্গি জ্ঞানচর্চার ক্ষেত্রে ভূল প্রমানিত হলেও বাস্তবতা কিন্তু এটাই! ১৪৯৮ সালে ভাস্কো দা গামা ইউরোপ (লিসবন, পর্তুগাল) থেকে ভারতে (কালিকট, বিজাপুর) আসার জলপথ আবিষ্কার করে ইউরোপের বেনিয়াদের যেমন দক্ষিন এশিয়া ও দক্ষিন…